
সিডনি, ৩ জানুয়ারি (হি.স.) : চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের উপর ভর করে বৃহস্পতিবার চতুর্থ টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। অ্যাডিলেড ও মেলবোর্নের পর এবার সিডনি টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করলেন পূজারা। এদিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান করে। পূজারা ১৩০ রানে অপরাজিত রয়েছেন।
এদিন সিডনিতে চতুর্থ টেস্টের শুরুতে কিন্তু পরিস্থিতি ভাল ছিল না কোহলি অ্যান্ড কোম্পানির জন্য। টসে জিতে ব্যাটিং নেন বিরাট। তবে ধারাবাহিক ভাবে ফের ব্যর্থ ওপেনার লোকেশ রাহুল। মাত্র ৬ বল খেলে হ্যাজলউডের বলে ৯ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে হাল ধরেন অপর ওপেনার ময়াঙ্ক আগরওয়াল (৭৭)। আর সঙ্গে পান তিন নম্বরে ভারতীয় দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারাকে। ময়াঙ্কের পর বিরাট কোহলি চেষ্টা করলেও, সেই হ্যাজলউডের বলেই ২৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক। খারাপ ফর্ম যাচ্ছে অজিঙ্কা রাহানেরও (১৮)। তবে ক্রিজে রয়েছেন তরুণ ব্যাটসম্যান হনুমা বিহারী (৩৯)।
মেয়ে হওয়ায় রোহিত শর্মা দেশে ফিরে যাওয়ায় এবং অশ্বিন এখনও ফিটনেস টেস্ট পাশ না করায়, দলে বেশ কিছু পরিবর্তন করেন কোহলি। তবে তারমধ্যে প্রথমেই ব্যর্থ হন কেএল রাহুল। দ্বিতীয় পরিবর্তন হিসেবে প্রথম একাদশে জায়গা পেয়েছেন স্পিনার কুলদীপ যাদব। দ্বিতীয় দিনে ভারতের বোলিংয়ের সময় নজর থাকবে তাঁর উপর।
কিন্তু শক্ত হাতেই হাল ধরে রাখেন পূজারা। বাউন্ডারি হাঁকিয়েই কেরিয়ারের ১৮ তম শতরান করেন ডান হাতি ব্যাটসম্যান। আর এর সঙ্গেই ছুঁয়ে ফেলেন একাধিক রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে তিনটের বেশি শতরান করা বিশ্বের ১১তম ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। গাভাসকার ও কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে এই রেকর্ড করলেন তিনি। এছাড়াও চার টেস্টের সিরিজে তিনের বেশি সেঞ্চুরি করা বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়লেন চেতেশ্বর পূজারা।
২০১৪-১৫ অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ক কোহলির চারটি শতরানের নজির ছুঁতে পূজারার প্রয়োজন আর একটি শতরান। প্রথমদিনের রিপোর্ট যা বলছে, তাতে দ্বিতীয়দিন প্রথম ইনিংসে ব্যাগি গ্রিণদের পাহাড়প্রমাণ রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই ভারত। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে কোহলিকে স্পর্শ করার সুযোগ না হলেও ধ্রুপদী ব্যাটিংয়ে পূজারার সিরিজ সেরা এখন সময়ের অপেক্ষা।

