নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ আগামী ৫ জানুয়ারী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সাথেও তিনি বৈঠক করবেন৷ পরদিন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়ে দিল্লি ফিরে যাবেন তিনি৷ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, পৃষ্ঠা প্রমুখ সম্মেলন থেকেই রাজ্যে লোকসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দেবে প্রদেশ বিজেপি৷

পূর্বের সূচী অনুযায়ী অমিত শাহ’র ৫ জানুয়ারী পৃষ্ঠা প্রমুখ সম্মেলন সেরে ওইদিনই দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু, এখন সূচী পরিবর্তন হয়েছে৷ তিনি জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন৷ এদিন অমিত শাহ’র বিস্তারিত সফরসূচী তুলে ধরে প্রতিমা ভৌমিক জানিয়েছেন, ৫ জানুয়ারী বেলা সাড়ে বারটায় রাজ্যে আসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি৷ ওইদিন দুপুর ২টায় আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে তিনি অংশ নেবেন৷ প্রতিমা ভৌমিকের দাবি, ওই সম্মেলনে সারা রাজ্য থেকে ৪২ হাজার পৃষ্ঠা প্রমুখ সহ মোট ৬৪ হাজার জনসমাগম হবে বলে আমরা আশাবাদী৷
তিনি জানান, বিজেপি সর্বভারতীয় সভাপতি পৃষ্ঠা প্রমুখ সম্মেলন শেষে দলের রাজ্য কমিটির পদাধিকারী এবং নীতি নির্ধারণ কমিটির সাতে বৈঠক করবেন৷ এরপর তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সাথেও বৈঠক করবেন৷ প্রতিমা ভৌমিকের কথায়, পৃষ্ঠা প্রমুখ সম্মেলন থেকেই রাজ্যে লোকসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দেওয়া হবে৷ সেই লক্ষ্যে দল ময়দানে ঝাপিয়ে পড়বে৷ তাতে ধারণা করা হচ্ছে, অমিত শাহ’র রাজ্যে রাত্রিযাপনের উদ্দেশ্য লোকসভা নির্বাচনের চূড়ান্ত রণনীতি স্থির করে দেওয়া৷
প্রতিমা ভৌমিক জানিয়েছেন, পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, নেডার কনভেনার তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বুয়াল, রাজ্য প্রভারী তথা রাষ্ট্রীয় সম্পাদক সুনীল দেওধর৷ এছাড়া উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷