নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : শৈত্যপ্রবাহে জবুথবু রাজধানী দিল্লি। বছরের শেষ সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার ঢেকে দিল্লি।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয় এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতা ১০০ শতাংশ। কুয়াশার ফলে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে। যার জেরে ট্রেন এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার কুয়াশা কমার এবং আকাশ পরিষ্কার থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে জানা জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে শীতের হাত থেকে নিজেদের বাঁচাতে একাধিক জায়গায় আগুন পোহানোর ব্যবস্থা করা হয়েছে। বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার মুখে মাস্ক পড়ে রাস্তায় বেরিয়েছে বহু মানুষ। ঠাণ্ডা হিমেল হাওয়ায় বছরের শেষ দিনে জবুথবু দিল্লিবাসী।