নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ স্বেচ্ছা রক্তদান বিষয়ে জনগণের মধ্যে আরও কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় এ বিষয়ে মতবিনিময় সভা আজ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় পৌ্যরহিত্য করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ এই সভায় বিধায়ক আশীস কুমার সাহা, বিধায়ক ডা দিলীপ দাস, বিধায়ক সুশান্ত চৌদুরী, রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব হিতকামানন্দজী মহারাজ, স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, অধিকর্তা জে কে দেববর্মা সহ বিভিন্ন ক্লাব সংগঠন ও সামাজিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
সভায় রক্তদানে এখন পর্যন্ত রাজ্যের সাফল্যকে পাথেয় করে আগামী দিনে একে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবার উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন,স এখন পর্যন্ত বিভিন্ন সংস্থা তাদের সুবিধামতো রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন৷ এই শিবিরুগুলি থেকেই স্বেচছা রক্তদানের মাধ্যমে রাজ্যে রক্ত সংগৃহিত হয়ে থাকে৷ এতে কোন কোন মাসে রাজ্যের রক্তের যোগান যেমন কমে যায় তেমনি কোন কোন মাসে চাহিদার তুলনায় উদ্বৃত্ত হয়৷ ফলে সারা বছর রক্তের যোগানে সমঞ্জস্য থাকে না৷ এর থেকে উত্তরণের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিতে পর্যায়ক্রমে স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে রক্ত সংগৃহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ যাতে করে বর্ষব্যাপী রক্তের যোগান সমান থাকে৷ এই পদ্দতিতে প্রতিটি ক্লাব ও সংগঠনকে তিন মাস পর পর স্বেচ্ছা রক্তদান শিবিরের জন্য উৎসাহিত করার উদ্যোগ ন্যেয়া হয়েছে৷ থাকবে বাৎসরিক ক্যালন্ডোর৷ এই কাজে তিনি সংশ্লিষ্ট সকলকে মানবতার স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান৷ স্বাস্থ্যমন্ত্রী শ্রীবর্মণ আরও বলেন, মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম৷ তাই মানষকেই মানুষের কাজে লাগাতে হবে পাশাপাশি তিনি নেশা বিরোধী অভিযানে সংশ্লিষ্ট সকলকে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান৷ অনু,ঠানে দামছড়া থেকে আগত জয়ব্রত নাথ, যিনি বর্তমান নেসার কুফল থেকে মুক্তি পেয়ে সহজ সরল জীবন যাপন করছেন, তাঁর অভিজ্ঞতার উল্লেখ করে আলোচনা করেন৷ এই মতবিনিময় সভায় উপস্থিত অন্যান্য অতিথিগণ স্বেচ্ছা রক্তদানে রাজ্যকে ১০০ শতাংশে নিয়ে যাবার উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন৷
2018-12-30