বছর শেষে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৪ জন জইশ জঙ্গি

শ্রীনগর, ২৯ ডিসেম্বর (হি.স.): বছর শেষ হতে আর মাত্র দু’দিন বাকি| কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে নিরাপত্তা রক্ষী বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| তবে, নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোরে রাজপোরা গ্রামে যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ১৮৩ ব্যাটেলিয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন বাকি সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হলেও, নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সুযোগ ৱুঝে পালিয়ে যাওয়া বাকি সন্ত্রাসবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শনিবার ভোরে পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে তল্লাশি অভিযান চলাকালীন যৌথ বাহিনীর জওয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব করে নিরাপত্তা রক্ষী বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে দীর্ঘক্ষণ ধরে|দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী|

এদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় যুবকরা| নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাথর ছুঁড়তে থাকে ক্ষুব্ধ যুবকরা| তখনই শূন্যে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী| পুলওয়ামায় বড়সড় সাফল্যের পাশাপাশি ২৮-২৯ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে জম্মুর সাম্বা সেক্টরে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল এবং প্রচুর গুলি| শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ তল্লাশি অভিযানে জম্মু-র সাম্বা সেক্টর থেকে উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল এবং প্রচুর গুলি|