আক্রান্ত সিপিএম বিধায়ক, এই বয়সে মার খেতে হবে ভাবিনি ঃ ভানুলাল সাহা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ ডিসেম্বর৷৷ আক্রান্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক ভানুলাল সাহা৷ এই বয়সে মার খেতে হবে কখনও ভাবিনি, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দুঃখের সাথে একথা বলেন বিধায়ক ভানুলাল সাহা৷ তাঁর কথায়, উপনির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিজেপির দুর্বৃত্তদের হাতে থাপ্পর খেতে হয়েছে৷ এই ঘটনায় তিনি থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, তার সাথে আরও পাচজনকে দৈহিক আক্রমণ করেছে দুর্বৃত্তরা৷

এদিন তিনি জানান, বিশালগড়ে পুর পরিষদের উপ নির্বাচনে ১০টি আসনে সিপিএম প্রার্থী দিয়েছে৷ আজ ভোট চলাকালানী চার নং ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে বিজেপি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছি৷ তিনি জানান, ভোট শুরু হওয়ার পর থেকেই বিশালগড়ে শাসক সমর্থকরা চারিদিকে সন্ত্রাস শুরু করে৷ বিরোধী দলের পুলিং এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেন বিজেপি সমর্থকরা৷ শুধু তাই নয়, বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে যেতেও বাধা দেওয়া হয়েছে৷ বিধায়ক শ্রী সাহার অভিযোগ, সাধারণ মানুুষ তাদের মত প্রকাশ করতে পারেননি৷ প্রতিটি বুথেই ছাপ্পা ভোট দেওয়া হয়েছে৷ শ্রী সাহা জানিয়েছেন, সিপাহীজলা জেলা যুব মোর্র্চ সভাপতি নবাদুল বণিকের নেতৃত্বে ৪০/৫০ জন আক্রমণকারী তাদের উপর আক্রমণ করেছে৷ তাঁকে থাপ্পর মেরে আক্রান্ত করা হয়েছে৷ এই ঘটনায় বিশালগড় থানায় আক্রমণকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে৷ ভানুলাল সাহা জানিয়েছেন, লিখিত অভিযোগের প্রতিলিপি রিটার্নিং অফিসার, এসডিপিও, এসপি, জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে৷ এদিকে, বিশালগড় সিপিএম বিভাগীয় নেতা পার্থ প্রতীম মজুমদার জানিয়েছেন, আজ ভোটের নামে প্রহসন করা হয়েছে৷ এদিনের ঘটনায় গোটা বিশালগড় জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ সিপিএম মহকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান জানিয়েছেন, শাসক দলের এই অরাজকতার ঘটনায় ভোট গণনা বয়কট করেছে সিপিএম৷ এদিকে, বিশালগড় কংগ্রেস নেতা জয়দুল হোসেনও শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন৷ বিরোধীদলের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *