পোর্ট ব্লেয়ার, ২৫ ডিসেম্বর (হি.স.): নাম বদলের ট্রেন্ড অব্যাহত| এবার নাম বদলে ফেলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের| আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নাম পরিবর্তন করা হবে| নাম পরিবর্তনের পর আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নাম রাখা হবে, যথাক্রমে নেতাজি সুভাষ চন্দ্র বসু আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ| এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|
এযাবত্ শহরের নাম পরিবর্তনের ট্রেন্ড চলছিল সমুদ্রের এপাড়ে| এবার নাম বদলের ট্রেন্ড সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেল দ্বীপে| কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করা হবে| রস আইল্যান্ডের নাম হতে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আইল্যান্ড, নীল আইল্যান্ডের নাম হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নতুন নাম হতে চলেছে স্বরাজ দ্বীপ|
প্রসঙ্গত, ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন নেতাজি যে জায়গায় প্রথমবার জাতীয় পতাকা তুলেছিলেন সেই একই জায়গায় জাতীয় পতাকা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও প্রকাশ করা হবে ৭৫ টাকার বিশেষ কয়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করার পর নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও, তিনি ঘোষণা করেন আন্দামান ও নিকোবর দ্বীপই প্রথম এলাকা যা প্রথম ব্রিটিশদের অধিকারমুক্ত হল। পরবর্তীকালে আন্দামান ও নিকোবর দ্বীপের নাম যথাক্রমে শহীদ ও স্বরাজ দ্বীপ রাখার পরামর্শ দেন নেতাজি। নেতাজির সেই ইচ্ছাকে সম্মান দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
2018-12-25

