চেন্নাই, ২৫ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার তামিলনাড়ুতে ঐতিহ্য মেনে উল্লাসের সঙ্গে পালিত হল খ্রীস্টমাস। বিশেষ প্রার্থনার জন্য ভক্তদের ভিড়ে পূর্ণ ছিল গির্জাগুলিতে। রাজধানী চেন্নাইতে পোপ ও বিশপেরা বিভিন্ন গির্জায় সোমবার গভীর রাতের পর ভক্তদের নিয়ে খ্রীস্টমাসের বিশেষ প্রার্থনার আয়োজন করেন। প্রাচীন স্যান্থোম বেসিলিকা ক্যাথিড্রাল গির্জায়ও খ্রীস্টমাস উপলক্ষ্যে ভক্তদের বিশেষ জমায়েত হয়। তাদের অভ্যর্থনা জানাতে স্ট্রিং লাইট দিয়ে সাজানো হয়েছে গির্জাটিকে।
নাগাপত্তিনাম জেলার ভাইলানকান্নিতে আওয়ার লেডি অফ হেলথের বেসিলিকা শ্রাইনে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা প্রার্থনা জানাতে এসেছেন। সোমবার রাত বারোটার পর বেসিলিকা চার্চের পোপ-পাদ্রীরা একটি পদযাত্রা করেন এবং যীশুখ্রিস্টের জন্মের কথা ঘোষণা করেন। শিশুরাও সামিল ছিল সেই পদযাত্রায়। শিশুরা মোমবাতি এবং পবিত্র বাইবেল হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেয়। গোটা রাজ্যজুড়ে বাড়িগুলি স্পার্কলিং স্টার এবং খ্রীস্টমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। এর আগেই, তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারীলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী সহ ডিএমকে প্রধান এম কে স্তালিন ও অন্যান্য রাজনৈতিক নেতারা খ্রীস্টমাসের শুভেচ্ছা জানিয়েছেন।
2018-12-25