ছড়ছে বিভ্রান্তি, ডিজিটাল যুগে জনসংযোগ বিরাট চ্যালেঞ্জে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ডিজিটাল যুগে জনসংযোগ বিরাট চ্যালেঞ্জ৷ এ বিষয়ে আলোচনায় উঠে এসেছে সোস্যাল মিডিয়া খবরের বদলে বিভ্রান্তি ছড়াতে বিশেষ ভূমিকা নিচ্ছে৷ শনিবার আগরতলায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ শুধু তাই নয়, প্রযুক্তির সুফল সমাজের কাছে পৌছে দেওয়ার জন্য বিভিন্ন মতামত সংগ্রহ করা হয়েছে৷
এদিন পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ ওএনজিসি, দুরদর্শন, আইসিএআর, চিকিৎসক, সমাজসেবী এবং সাংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেছেন৷ তাছাড়া ছিলেন, সংস্থার সভাপতি বিশ্বেন্দু ভট্টাচার্য, সহ সভাপতি নবেন্দু ভট্টাচার্য এবং সম্পাদক সুদীপ্ত কর৷
বর্তমান সময়ে প্রযুক্তির সহায়তায় জনসংযোগ ভিন্ন রূপ নিয়েছে৷ প্রযুক্তির কাঁধে ভর করে বর্তমান সময়ে খবরের বদলে বিভ্রান্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে৷ ফলে, যে কোনও বিষয়ে প্রকৃত জনসংযোগ এখন চ্যালেঞ্জের মুখে এসে দাড়িয়েছে৷ স্বাভাবিক ভাবেই এই ভয়ংকর পরিস্থিতি মোকাবিলার প্রযোজনীয়তা দেখা দিয়েছে৷ পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া সাড়া দেশব্যাপী জনসংযোগ তৃণমূলস্তরে পৌছে দেওয়ার দিশা খঁুজে বেড়াচ্ছে৷ ত্রিপুরাতেও বিভিন্ন ক্ষেত্রে জনসংযোগ চাহিদা মেতাটে পারছে না৷
এদিন জনসংযোগ নিয়ে আলোচনায় সোস্যাল মিডিয়াকে সঠিক ভাবে ব্যবহারের জন্য অধিকাংশ বক্তরাই মত ব্যক্ত করেছে৷ পাশাপাশি সোস্যাল মিডিয়ার মাধ্যমে খবরের বদলে বিভ্রান্তি কিভাবে ছড়ানো হচ্ছে তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে৷ প্রত্যেকটি ঘটনা কিংবা কোনও কর্মসূচি জনগণের কাছে সঠিক ভাবে না পৌছালে সমাজে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়াই স্বাভাবিক৷ এক্ষেত্রে সংবাদ মাধ্যমে বিরাট ভূমিকা রয়েছে বলে এদিন আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে৷ বক্তাদের অভিমত, যে কোনও খবরের সত্যতা যাচাই করে তা জনসমক্ষে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছে সংবাদ মাধ্যম৷ কিন্তু, সোস্যাল মিডিয়াতে কোনও খবর যাচাই না করেই তা প্রচারিত হচ্ছে৷ ফলে, সত্য মিথ্যার গ্যাড়াকলে জনগণ অধিকাংশ ক্ষেত্রেই বিভ্রান্ত হচ্ছেন৷ তাছাড়া, বিভিন্ন সংস্থা কিংবা রাজ্য সরকারের কাজ কর্ম জনগণের কাছে সঠিক সময়ে পৌছে না দেওয়া হলে তার সুফল মেলা সম্ভব নয়৷ এক্ষেত্রে বিভিন্ন সংস্থা কিংবা রাজ্য সরকারের জনসংযোগের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া উচিত বলেই আলোচনায় প্রধান্য পেয়েছে৷
বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কথায়, সংবাদ মাধ্যম নৈতিকতা বজায় রেখেই খবর প্রকাশিত করে৷ কিন্তু, সোস্যাল মিডিয়াতে তা কখনই মেনে চলা হয়না৷ অনেক ক্ষেত্রেই দেখা গেছে সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করতে গিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে৷ তাতে, আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে না৷ তিনি বলেন, জনসংযোগ নিয়ে এই উদ্যোগ প্রকৃত খবর প্রচারের ক্ষেত্রে সহায়ক হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *