নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের জন্য শাস্তি জুটল রাজ্য সরকারের প্রধান সচিব বরুন কুমার সাহুর৷

তাঁকে সমবায় সচিবের পদ থেকে সড়িয়ে দেওয়া হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন শৈলেন্দ্র সিং৷ সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, বরুন কুমার সাহুকে সমবায় সচিবের পদ থেকে সরিয়ে রাজ্য সরকার কড়া বার্তা দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷
গত সোমবার সমবায় ব্যাঙ্কে ৯২ লক্ষ টাকা আত্মসাতের খবর সংগ্রহ করতে গেলে প্রধান সচিব বরুন কুমার সাহু সাংবাদিকদের বিশ্রি ভাষায় গালিগালাজ করেন৷ শুধু তাই নয়, সাংবাদিকদের অপমান করে তিনি নিজ অফিস কক্ষ থেকে বের করে দেন৷ এই ঘটনা মূখ্য সচিবের গোচরে নেওয়া হলে তিনি দুঃখ প্রকাশ করেন৷ বরুন কুমার সাহুর আচরণে বিস্মিত মুখ্য সচিব ওই ঘটনার ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের আশ্বাস দেন৷
প্রধান সচিব বরুন কুমার সাহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে৷ সমবায় ব্যাঙ্কে আর্থিক কেলেঙ্কারির সাথে তিনিও যুক্ত রয়েছেন বলে ধারনা করা হচ্ছে৷ সূত্রের খবর, রাজ্যে আধিকারীক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এইচপিসিতে চিফ ভিজিল্যান্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন৷ কিন্তু, সেখানে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন৷ এরপরই তিনি সেখান থেকে ইস্তফা দিয়ে ত্রিপুরা প্রশাসনে যোগ দেন৷ তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ, প্রভাব খাঁটিয়ে তিনি সার্কিট হাউসে নিজ বসত ঘরে চার লক্ষাধিক টাকার মূল্যের আসবাবপত্র ক্রয় করেছেন৷ শুধু তাই নয়, উত্তর জেলায় জেলা শাসক থাকাকালীন তিনি প্রতিমাসে ১৫ কেজি চিনি রেশন থেকে প্রভাব খাঁটিয়ে সংগ্রহ করতেন৷ তাঁর বিরুদ্ধে আরোও অভিযোগ, রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের সচিব পদ থেকে অব্যহতি নিয়ে রাজ্য ছেড়ে যাওয়ার সময় তাঁর সরকারি আবাস থেকে সমস্ত জিনিষ পত্র সাথে করে নিয়ে গিয়েছিলেন৷
এছাড়াও সম্প্রতি তিনি স্টেনোগ্রাফার ও প্রাইভেট সেক্রেটারিদের সাথেও দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে৷ গত পাচ মাসে তিনি চারজন প্রাইভেট সেক্রেটারিকে সরিয়েছেন৷ এছাড়াও স্টেনোগ্রাফারদের সাথেও দুর্ব্যবহার করেছেন৷ তাই, মহাকরণে প্রাইভেট সেক্রেটারি এবং স্টেনোগ্রাফাররা তাঁর প্রতি ভীষণ ক্ষুব্ধ বলে জানা গেছে৷ দুর্নীতির সাথে সরাসরি যোগ রয়েছে প্রধান সচিব বরুন কুমার সাহুর, তাই হয়তো সেদিন আর্থিক কেলেঙ্কারির খবর সংগ্রহে গেলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি৷ সূত্রের খবর, রাজ্য সরকার বরুন কুমার সাহুর গতিবিধিতে প্রচন্ড ক্ষুব্ধ৷ অভিযোগে জানা গেছে, গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের সচিব হওয়ার সুবাদে তিনি একাধিক অনিয়মের সাথে যুক্ত রয়েছেন৷ আপাতত বরুন কুমার সাহুকে সমবায় সচিবের পদ থেকে সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে আরোও কঠোর পদক্ষেপ নেওয়া যায় কিনা তা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷

