নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : তিন দিনের সফরে এলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সাথে দেখা করলেন চিনের বিদেশমন্ত্রী ।
এদিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারতের বিদেশী নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত-চিন সম্পর্ক । তিনি বলেন যে, দুটি দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা আমাদের পারস্পরিক স্বার্থে। তিনি আরও বলেন যে, ভারত ও চিনের পারস্পরিক বিশ্বাস দ্বিপক্ষীয় সম্পর্কগুলি আরও শক্তিশালী করবে। ভারত ও চিন ঐক্যবদ্ধ হলে এক আর এক দুই এর বদলে এগারো হয়ে যাবে।প্রসঙ্গত ২০১৭ সালে ভারত ভূটান চিনের সীমান্ত অঞ্চল ডোকলামের সংঘাত সহ বিভিন্ন বিষয়ে ভারত-চিন বিবাদ বেড়ে যায়।
2018-12-21