নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ সামনেই লোকসভা নির্বাচন৷ তার উপর আছে মোট ১৬টি পৌরসংস্থা ও নগর ভোটরে দিনক্ষণ৷ এই অবস্থায় দলকে আডও বেশি চাঙ্গা করতে এবং কর্মীদের মধেও অক্সিজেন যোগাতে রাজ্যে এলেন ত্রিপুরা এবং অসম সীমান্তের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা৷ বৃহস্পতিবার তিনি রাজ্যে এসে বৈঠক করলেন দলীয় কর্মকর্তাদের সাথে৷ ছিলেন তৃণমূল স্তরের নেতারা৷
বিশেষ করে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই দলের সংগঠনকে উজ্জীবিত করতে তাঁর এই রাজ্য সফর বলে জানা গিয়েছে৷ রাজ্যে এসে তিনি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প গুলিকে মানুষের কাছে পৌছে দিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থিড করে দিয়েছেন৷ জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্ব গত ১৫ ডিসেম্বর থেকে যে লক্ষ্যমাত্রা নিয়ে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচিগুলিকে জনগণের কাছে পৌছে দেবার কথা বলেছেন, তিনিও সেই অনুযায়ী কর্মীদেরকে উজ্জ্বীবিত করতে গেলেন৷ তাঁর এই বৈঠকে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন দলের সহ সভাপতি রামপ্রসাদ পাল, আশীষ কুমার সাহা, সুবল ভৌমিক, গৌরাঙ্গ পালরা৷ তবে গোটা বৈঠকই সভাপতির অনুপস্থিতিতে সহ সভাপতি রামপ্রসাদ পালের সভাপতিত্বে এদিন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন দুই সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, প্রতিমা ভৌমিকও৷
প্রদেশ বিজেপি সূত্রে খবর, দল যখন দেশের পাঁচ রাজ্য বিধানসভা ভোটে পরাজিত হয়েছে তখন দলের বিভিন্ন ভুল ত্রুটি গুলি সুধরে নতুন করেই মানুষের কাছে যেতে চাইছে৷ এজন্যই কেন্দ্রীয় বিভিন্ন কর্মসূচিগুলিকে মানুষের কাছে পৌছে দেবার দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে৷ এদিনের বৈঠকে সমস্ত অফিস বিয়ারার সহ, বিস্তারক এবং অন্যান্য কার্যকর্তারাও ছিলেন৷ সববার উপস্থিতিতেই দলকে চাঙ্গা করার ব্যাপারেক নতুন করে উদ্যাম দিয়ে গেলেন উত্তর পূর্বাঞ্চলিয় সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা৷ এদিনের বৈঠকে অন্যান্য মোর্চার পদাধিকারী সহ বিভিন্ন জেলা পদাধিকারী এবং মন্ডল সভাপতিরাও উপস্থিত ছিলেন৷