কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): ব্যাঙ্কিংয়ের জরুরি কাজ থাকলে বৃহস্পতিবারের মধ্যেই সেরে রাখা ভালো। কারণ, শুক্রবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম। একটানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে গ্রাহকদের ভোগান্তি কমবে না, বরং আরও বাড়বে। তাই যে কোনও জরুরি কাজ থাকলে তা বৃহস্পতিবারের মধ্যেই সেরে রাখা ভালো। এই কয়েকদিন ব্যাঙ্ক সংগঠনগুলির ডাকা বন্ধ ও পর পর ছুটির জেরে দুর্ভোগে পড়তে পারেন আমজনতা।
ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশন ২১ ডিসেম্বর (শুক্রবার) বন্ধ ডেকেছে। সপ্তাহের চতুর্থ শনিবার হওয়ায় ২২ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে, রবিবার ২৩ তারিখ সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। সোমবার ২৪ তারিখ কিছুক্ষণের জন্য ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানা গিয়েছে। ২৫ তারিখ বড়দিন উপলক্ষ্যে ফের ব্যাঙ্কে ছুটি থাকবে। ২৬ তারিখ আবার ব্যাঙ্ক বন্ধ ডেকেছে ইউনিয়ন ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিউনস। ফলে বড়সড় হয়রানির মুখে পড়তে পারেন গ্রাহকরা। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম গুলি খোলা থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্কগুলি। এই পাঁচদিন এটিএম-গুলিতে অতিরিক্ত টাকা দেওয়া হবে, যাতে কাউকে সমস্যার মুখোমুখি না পড়তে হয়।