BRAKING NEWS

মেন্ধারে আত্মঘাতী বিএসএফ জওয়ান

পুঞ্চ, ১৯ ডিসেম্বর (হি. স.) : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর মেন্ধারের সাবরা এলাকায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। সরকারি সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে আত্মহত্যা করেন সাতপাল জসওয়াল নামে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর।

সরকারি সূত্রের খবর, \”সাবরায় চেকা গালীর কাছে ৭২ বিএসএফ ডি কয়-এ কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ৪৯ বছর বয়সী সাতপাল জসওয়াল বুধবার সকাল ৯টা বেজে ২০ মিনিটে কর্তব্যরত অবস্থায় একটি বাঙ্কারের মধ্যে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। গুলিতে গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর।\” গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন তাঁর সহকর্মীরা। তারা জানিয়েছেন, রক্তে ভেসে যাচ্ছিল ওই আধিকারিকের দেহ। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। মেন্ধারের স্টেশন হাউস অফিসার ইনায়াত আহমেদ দুর্ঘটনার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, \”কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত বেছে নিলেন ওই জওয়ান তা ইতিমধ্যেই বলা যাচ্ছে না তবে, মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *