দীর্ঘ বছর পর দেশে ফেরা, দিল্লিতে পৌঁছতেই ব্যক্ত করলেন মনের আনন্দ

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানে ছ’বছরের কারাদণ্ডের মেয়াদ কাটিয়ে মঙ্গলবারই (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছেন মুম্বইয়ের ইঞ্জিনিয়ার হামিদ নেহাল আনসারি। এবার রাজধানী দিল্লিতে পৌঁছলেন হামিদ আনসারি। দীর্ঘ বছর পর দেশের মাটিতে পা রাখতেই যথেষ্ট আবেগতাড়িত হয়ে পড়েছেন হামিদ। তাঁর কথায়, ‘অবশেষে দেশে ফিরলাম, খুবই ভালো লাগছে। আমি খুবই আবেগতাড়িত হয়ে পড়েছি।’

পাকিস্তানের অভিযোগ ছিল, গুপ্তচরবৃত্তি করতে সে দেশে গিয়েছিলেন হামিদ। কিন্তু, ২০১২ সালের নভেম্বর মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে চাকরি নিয়ে চলে যাওয়ার পরই বেপাত্তা হয়ে যান হামিদ। পরে পেশোয়ারে ঢুকতেই হামিদকে গ্রেফতার করা হয়।

অবশেষে পাকিস্তানে দীর্ঘ ছ’বছর কারাদণ্ডের মেয়াদ কাটিয়ে মঙ্গলবারই (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছেন হামিদ নেহাল আনসারি। মঙ্গলবার ওয়াঘা সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকেন হামিদ। ভারতের মাটিতে পা রাখতেই হাঁটু গেড়ে বসে পড়েন হামিদ। এরপর মাটিতে মাথা থকেন।