১৮ ডিসেম্বর চোরাইবাড়িতে প্রবেশ করছে লাইফ লাইন এক্সপ্রেস

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : শীঘ্র ত্রিপুরায় প্রবেশ করতে চলেছে লাইফ লাইন এক্সপ্রেস। সাতটি বগি নিয়ে এই ট্রেন আগামী ১৮ ডিসেম্বর রাজ্যের উত্তর জেলার চোরাইবাড়িতে প্রবেশ করবে।
জানা গেছে, চলন্ত এই ট্রেনের মধ্যে সমস্ত জটিল রোগের চিকিৎসা হবে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত লাইফ লাইন এক্সপ্রেস চোরাইবাড়ি স্টেশনে থাকবে বলে রবিবার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার জানিয়েছেন।
তিনি জানান, এই ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো হবে। থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনেক জটিল রোগের চিকিৎসা হবে এই ট্রেনে। এদিকে, এই খবর চাউর হলে সংশ্লিষ্ট মহলের পাশাপাশি জনতার মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।