জয়পুর, ১৭ ডিসেম্বর (হি.স.): বিগত কয়েকদিনের প্রতীক্ষার অবসান| অবশেষে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোল গেহলট| পাশাপাশি মরুরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন শচিল পাইলট| সোমবার জয়পুরের অ্যালবার্ট হল-এ অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী এবং শচিন পাইলটকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিং| জয়পুরের অ্যালবার্ট হল-এ আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব প্রমুখ| এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদের শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজস্থানের ‘বিদায়ী’ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| আমন্ত্রণ সত্ত্বেও, অনিবার্য কারণে
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি (সপা)-র প্রেসিডেন্ট অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী|
রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, ‘মন্ত্রিসভার পরামর্শ মতোই কাজ করবেন মুখ্যমন্ত্রী| নির্বাচনী ইস্তেহারকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং জনস্বার্থেই কাজ করবো আমরা|’ পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী শচিন পাইলট এদিন জানিয়েছেন, ‘রাজ্য এবং রাজ্যের মানুষের জন্য নতুন সূচনা| জনগণ আমাদের বিশ্বাস করেছেন, আজ থেকেই আমাদের কাজ শুরু হল| জনগণের প্রত্যাশা পূরণই হবে আমাদের মূল লক্ষ্য|’
রাজস্থান বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যের পর থেকেই, মরুরাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। রাজস্থানে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন দু’জন| প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট এবং শচিন পাইলট। ম্যারাথন আলোচনার পর অশোক এবং শচিনের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, সেই বিবাদ মিটিয়ে ফেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| গত শুক্রবার জাতীয় কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেস নেতা অশোক গেহলট| পাশাপাশি মরুরাজ্য রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন শচিন পাইলট| সূত্রের খবর, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেও দায়িত্ব সামলাবেন শচিন পাইলট| অবশেষে সোমবার, ১৭ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অশোক গেহলট। পাশাপাশি এদিনই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শচিন পাইলট। উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচনে এবার দারুন সাফল্য পেয়েছে জাতীয় কংগ্রেস। রাজস্থানে এবার ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ১৯৯টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছে ৯৮টি আসনে। বিজেপির ঝুলিতে ৭৪টি আসন, বহুজন সমাজ পার্টির দখলে ৬টি আসন। সিপিএম জয়ী হয়েছে ২টি আসনে এবং অন্যান্যরা ১৩টি আসনে।
2018-12-17

