পণের দাবিতে গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ মুজফ্ফরনগরে

মুজফ্ফরনগর, ১৫ ডিসেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পণের দাবিতে গৃহবধূকে জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করে খুনের অভিযোগ উঠল বধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জেলার ভোপা গ্রামে। পণের দাবি মেটাতে না পারায় মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে বলে শুক্রবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মৃতার বাবা।
থানার আধিকারিক বি পি সিং জানিয়েছেন, মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণ নিয়ে ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকজন। অত্যাচার এবং পণের দাবি ক্রমশ বাড়তে থেকে। কিছুতেই মেটানো যাচ্ছিল না তাদের দাবি। অত্যাচার শেষমেশ খুনের পর্যায়ে চলে যায় এবং ওই বধূকে জীবন্ত অবস্থায় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে তার শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই দাবি মৃতার বাবার।
পুলিশ সূত্রের খবর, ঘটনার পর থেকেই পলাতক গৃহবধূর শ্বশুর ও দেবর । দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।