গুয়াংঝৌ, ১৫ ডিসেম্বর (হি.স.) : গতবারের ভুল শুধরে এবার সোনা জয়ের লক্ষ্যে ভারতীয় শাটলার পিভি সিন্ধু। র্যাচানক ইন্তাননকে হারিয়ে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে পৌঁছে গেলেন সিন্ধু। প্রথমবার টুর্নামেন্টে সোনা জয়ই এবার লক্ষ্য এই হায়দরাবাদি শাটলারের। ফাইনালে ওঠার পথে শেষ চারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শনিবার থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে ২১-১৬, ২৫-২৩ ব্যবধানে পরাজিত করলেন বিশ্বের ছয় নম্বর। আগামীকাল রবিবার খেতাব নির্ণায়ক ম্যাচে মাঠে নামবেন ভারতের এই তারকা শাটলার।
এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে পৌঁছালেন সিন্ধু। ২০১৭ জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে রুপো জয়েই
সন্তুষ্ট থাকতে হয়েছিল পুসরেলাকে। কিন্তু এবার সেরাটা দিয়ে সোনা আনতে মুখিয়ে গোপীচাঁদের ছাত্রী। সেই লক্ষ্যে টুর্নামেন্টের গ্রুপ অফ ডেথে থেকেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ামাগুচি, বিশ্বের এক নম্বর তাই জু এবং মার্কিন বেইওয়েন ঝ্যাংকে পরাজিত করেন সিন্ধু। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের প্রত্যেকটিতে জিতেই সেমিফাইনালের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস সংগ্রহ করে নেন বছর তেইশের সিন্ধু।
শেষ চারের লড়াইয়ে এদিন থাই প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটেই পরাজিত করেন টুর্নামেন্টে গতবারের রুপোজয়ী। প্রথম গেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে সঠিক গেমপ্ল্যানে বাজিমাৎ করে যান তিনি। প্রথম গেম ২১-১৬ ব্যবধানে জিতে নেন হায়দরাবাদি।
তবে দ্বিতীয় গেমে সিন্ধুকে সহজে জমি ছাড়তে রাজি ছিলেন না ইন্তানন। দ্বিতীয় গেমের শুরু থেকেই সিন্ধুকে তুমুল প্রতিদ্বন্দ্বীতা ছুঁড়ে দিতে থাকেন বিশ্বের আট নম্বর।সমান লড়াইয়ে ইন্তাননের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু। বিরতির পরও লড়াই জারি রেখে ম্যাচে সমতায় ফিরে আসেন ইন্তানন। ১৮-১৮, ২০-২০, ২৩-২৩ ব্যবধান থেকে শেষ ল্যাপে অভিজ্ঞতায় বাজিমাৎ করে যান পিভি। শেষ অবধি ২৫-২৩ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচ পকেটে পুড়ে নেন সিন্ধু।
2018-12-15

