BRAKING NEWS

পাক দূতাবাস থেকে উধাও ২৩ ভারতীয় পাসপোর্ট, চাঞ্চল্য

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : নয়াদিল্লির পাক দূতাবাস থেকে উধাও হল ২৩ জন ভারতীয়ের পাসপোর্ট।স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিন আগে পাকিস্তানের শিখ তীর্থ দর্শনে গিয়েছিলেন ভারতীয়রা। আরও অনেকে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। আর সেখানেই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে।
এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি বিদেশমন্ত্রকের নজরেও আনা হয়েছে। এবিষেয়ে স্থানীয় পুলিশে অভিযোগেও করা হয়েছে। তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে তৎপর হয় বিদেশমন্ত্রক। তারা সবকটি পাসপোর্ট বাতিল করে দিয়েছে। বিষয়টি নিয়ে পাক হাই কমিশনের সঙ্গে কথাও বলছে ভারত।
গত মাসে পাকিস্তানের কর্তারপুর সাহিবে তীর্থের উদ্দেশ্যে যান অনেক ভারতীয় শিখ। কর্তারপুর করিডরের শিলান্যাসের অনুষ্ঠানও ছিল সেখানে। এই ২৩ ভারতীয়ও সেখানেও যাওয়ার জন্যই আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের পাসপোর্টই হারিয়ে যায়। গত ২১ থেকে ৩০ নভেম্বর কর্তারপুর সাহিব পরিদর্শনের জন্য ৩৮০০ ভারতীয় শিখকে ভিসার অনুমোদন দিয়েছিল পাকিস্তান। শুধু ভারতীয়দের জন্য অন্যান্য দেশের শিখ তীর্থযাত্রীদেরও এই ভিসা দেওয়া হয়। তবে দিল্লি থেকে এই পাসপোর্ট খোয়া যাওয়ার ব্যাপারে কোনও দায় নেই বলে জানিয়েছে পাকিস্তান দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *