নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা| ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালায় লস্কর-ই-তৈবা (এলইটি) এবং জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সশস্ত্র জঙ্গিরা| জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ন’জন, পাল্টা হামলায় পাঁচজন জঙ্গিই খতম হয়েছিল| সে দিনের হামলার যারা প্রাণ হারিয়েছিলেন বৃহস্পতিবার তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা|
এদিন প্রধানমন্ত্রী ছাড়াও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ-সহ অন্যান্যরা| এদিন সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘২০০১ সালের এই দিন আমাদের সংসদে সন্ত্রাস হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই| তাঁদের সাহস এবং বীরত্ব প্রতিটি ভারতবাসীকে অনুপ্রাণিত করে|’