নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ডিসেম্বর৷৷ শনিবার গভীর রাতে খোয়াই থানা এলাকার উত্তর দুর্গানগরে এক কৃষক ফুলু মিঞার ৫ কানি ধান পুড়ে ছাই
হয়ে যায়৷ ফুলু মিঞা জানায় ৫ কানিখেতের পাকা ধান কেটে তিনি আন্তর্জাতিক সীমাতি বেড়ার পাশে স্তুপ করে রেখেছিলেন৷ সেই সময় ৪৮ ব্যাটেলিয়ন বিএসএফ এর কর্তব্যরত জওয়ান বলে ধানগুলি নিয়ে যেতে৷ কিন্তু ফুলু মিঞা ধানগুলি নেয়নি বাড়িতে৷ ফুলু মিঞা বলে বিএসএফ শীতের রাতে এই ধানের স্তুপে আগুন ধরিয়ে দেয়৷ এই ঘটনায় জনৈক কৃষকের প্রায় ৭০হাজার টাকা ক্ষতি হয়েছে৷ পুলিশ এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে কৃষকদের মধ্যে৷
2018-12-10

