ওল্ড ট্র্যাফোর্ড, ৯ ডিসেম্বর (হি.স.) : অবশেষ জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামকে ৪-১ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার সিটির মাঠে হারের পর গত তিন ম্যাচ ড্র করেছিল ম্যান ইউ৷ কিন্তু এবার তারা জয়ে ফিরলেও অন্য ম্যাচে চেলসির কাছে হেরে শীর্ষস্থান হারাল ম্যান সিটি৷
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ১৩ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের নৈপুণ্যে এগিয়ে যায় ইউনাইটেড। এক জনকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শটে ফুলহ্যামের জালে বল জড়ান ইয়ং৷ ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচের পর গোলের মুখ দেখল এই ইংরেজ স্ট্রাইকার৷ তবে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যান ইউ। একাদশে ফেরা রোমেলু লুকাকুর পাস ধরে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান মার্কাস র্যাশফোর্ড। প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। সেই সঙ্গে স্পেনের পঞ্চম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়র লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মাতা।
৪২ মিনিটে লুকাকু ব্যবধান আরও বাড়ায়৷ ৬৭ মিনিটে ফরাসি ফরোয়ার্ড আবুবাকা স্পট-কিকে ব্যবধান কমালেও পরের মিনিটেই র্যাশফোর্ডকে ফাউল করে দ্বিতীয় হলুদ-কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যামেরুনের মিডফিল্ডার জাম্বো আগিসা। ১০ জনের দল নিয়ে বাকি সময়ে লড়াইও করতে পারেনি ফুলহ্যাম। ৮২ মিনিটে আরও একটি গোল হজম করে শেষ ছ’ ম্যাচ হারা দলটি। ডি-বক্সের বাঁ-দিক থেকে জোরালো শটে করেন ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ড।