মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালেকে চড়, ধৃত অভিযুক্ত

মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.) : সভা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীকে চড়। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে মহারাষ্ট্রের আম্বেরনাথে ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালেকে চড় মারে তারই দলের এক কর্মী। রবিবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্রনাথ ফড়নবিশের কাছে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে।
প্রবীণ গোসাবী নামে এক ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রীকে চড় মারেন। পরে দলীয় কর্মীরা প্রবীণ গোসাবীকে গণধোলাই দেয়। পুলিশ এসে প্রবীণ গোসাবীকে গ্রেফতার করেছে। আহত অবস্থায় প্রবীণকে আম্বেরনাথ হাসপাতালে ভর্তি করানো হয়। এই হামলার বিষয়ে রামদাস আঠওয়ালে জানিয়েছেন, এই অঞ্চলে আমি জনপ্রিয় নেতা। নিরাপত্তা পর্যাপ্ত পায়নি। কেউ রাগবশত আমার উপর এই হামলা চালানোর ছক কষে ছিল। আমার সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। এই ঘটনার তদন্ত হওয়া দরকার।