নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ শুক্রবার সিপিআইএমের পক্ষ থেকে ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে চলে তাঁদের বিক্ষোভ। আসন্ন পুরসংস্থার উপ-নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনে পুলিশ সদর দফতর ঘেরাও করেছে বিরোধী দল সিপিআইএম।
তাঁদের অভিযোগ, আসন্ন পুর সংস্থার নির্বাচনে শাসকদল ক্রমশ সিপিআইএম দলের কর্মী এবং প্রার্থীদের ভয় ভীতি দেখাচ্ছে৷ শুধু তাই নয়, তাদের বাড়িঘরেও আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় তাদের নিরাপত্তার প্রয়োজন। সিপিআইএমের নেতারা অবিলম্বে পুলিশকে শাসকদলের কর্মীদের দ্বারা এই সন্ত্রাস বন্ধ করার দাবি জানান।
সিপিআইএম নেতা পবিত্র কর বিক্ষোভস্থলে সাংবাদিকদের বলেন, ত্রিপুরার বর্তমান শাসক দল বিজেপির হাতে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। পুলিশ সঠিকভাবে কাজ করছে না। তাই রাজ্যের পুরপরিষদ উপ-নির্বাচনে বিরোধী দলগুলি, বিশেষ করে বামফ্রন্ট সঠিকভাবে মনোনয়নপত্র জমা করতে পারছে না। যে সব আসনে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেছে সে সব প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশকে একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনও কাজ করছে না।
এই অভিযোগে শুক্রবার সিপিআইএমের পক্ষ থেকে পুলিশের মহানির্দেশকের অফিসের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের তরফে জল কামান, কাঁদানে গ্যাসের শেল এবং প্রচুর পরিমাণ নিরাপত্তাকর্মী জড়ো করা হয়। পাশাপাশি বিক্ষোভকারীদের পুলিশের তরফে জানানো হয় যে তাঁরা যেন অবরোধ তুলে নেন। কিন্তু সিপিআইএমের তরফে বলা হয় যে যতক্ষণ পর্যন্ত পুলিশের ডিজি তাঁদের সঙ্গে এসে দেখা করবেন না ততক্ষণ পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলবে। পরে পুলিশের ডিজি পাঁচজনের এক প্রতিনিধি দলকে ডেকে নিয়ে কথা বললে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। এদিনের এই কর্মসূচিতে বিশিষ্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তিন সাংসদ শঙ্করপ্রাসাদ দত্ত, জিতেন্দ্র চৌধুরী, ঝরনা দাস বৈদ্য প্রমুখ।
2018-12-08