৷৷ সন্দীপ বিশ্বাস ৷৷ বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর৷৷ ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল৷ রোবটিক সার্জারি তো গরীব ও মধ্যবিত্তের নাগালের বাইরে৷ কিন্তু আয়ুষ্মান ভারত স্কিমের অন্তর্গত রোগীরাও এখন এই ব্যয়বহুল চিকিৎসার সুযোগ পাবেন৷ ব্যাঙ্গালুরুস্থিথ কিডওয়াই ইনস্টিটিউট অফ অস্কোলজির অধিকর্তা ডাঃ সি রামাচন্দ্রের কথায়, এই স্কিমের সাহায্যে অত্যাধুনিক প্রযুক্তির রোবটিক সুয়োগ নিতে পারবেন আর্থিক দিক দিয়ে দুর্বল রোগীরাও৷
ডাঃ রামচন্দ্রের বক্তব্য, ক্যান্সারের চিকিৎসায় রোবটিক সার্জারি বিজ্ঞানের বিরাট দান৷ এই চিকিৎসায় খুবই সহজে এবং অত্যন্ত নিখঁুতভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার সম্ভব৷ শুধু তাই নয়, জটিল অস্ত্রোপচারও হচ্ছে সফলতার সাথে৷ তাঁর কথা, এই হাসপাতালে এখন পর্যন্ত রোবটিক সার্জারির মাধ্যমে ৪০০ ক্যান্সার রোগীর অস্ত্রপচার করা হয়েছে৷ তার মধ্যে ৩৯৮টি অস্ত্রোপচার বিনামূল্যে করেচে এই হাসপাতাল৷
ডাঃ রামাচন্দ্রের বক্তব্য, রোবটিক সার্জারি ভীষণ ব্যয়বহুল৷ বেসরাকারী হাসপাতালে এই চিকিৎসায় ৫ থেকে ১০ লক্ষ টাকা খরচ হয়৷ ফলে, গরীব ও মধ্যবিত্তের পক্ষে এই চিকিৎসার সুযোগ নেওয়া এক প্রকার অসম্ভব৷ কিন্তু, আয়ুষ্মান ভারত স্কিমের সাহায্যে এই ব্যয়বহুল চিকিৎসারও সুযোগ নিতে পারবেন রোগীরা৷
বেঙ্গালুরু সফররত ত্রিপুরার সাংবাদিকদের ডাঃ রামচন্দ্র আরো জানান, পূর্বোত্তরের প্রচুর ক্যান্সার আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন৷ শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও রোগীরা এই হাসপাতালে চিকিৎসা করান৷ বর্হিরাজ্যের রোগীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে৷ ডাঃ রামচন্দ্রের কথায়, ৫০০ রোগী ও ১ জন করে সহযোগীর বিনামূল্যে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এই হাসপাতালে৷
2018-12-08

