জয়পুর, ৭ ডিসেম্বর (হি.স.): রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারের অন্তিম দিনে, গত বুধবার রাজস্থানের আলওয়ারে ভোটপ্রচারে গিয়েছিলেন প্রবীণ লোকতান্ত্রিক জনতা দল পার্টির নেতা তথা প্রাক্তন জেডি (ইউ) নেতা শরদ যাদব| রাজনৈতিক জনসভায় রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে
সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে শরদ যাদব বলেছিলেন, ‘বসুন্ধরাকে এবার বিশ্রাম দিন| উনি হাঁপিয়ে গিয়েছেন, খুব মোটা হয়ে গিয়েছেন| আগে উনি রোগা ছিলেন| আমাদের মধ্যপ্রদেশের মেয়ে বসুন্ধরা|’

প্রবীণ রাজনৈতিক নেতা শরদ যাদবের করুচিকর এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| শুক্রবার রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন শরদ যাদবের মন্তব্যের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেছেন, ‘ভবিষ্যতের জন্য উদাহরণস্বরূপ এই ধরনের ভাষা সম্পর্কে সচেতনতা নেওয়া উচিত নির্বাচন কমিশনের| আমি অপমানিত বোধ করছি| আমার মতে গোটা নারী সমাজকে তিনি অপমানিত করেছেন|’