নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ ত্রিপুরাকে নেশামুক্ত করার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিভিন্ন ক্লাব৷ নেশা বিরোধী কার্যকলাপে যুক্ত হওয়ার জন্য ক্লাবগুলিকে অনুপ্রাণিত করতে হবে৷ সোসাইটি রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাবগুলিকে সংগঠিত করতে হবে৷ আজ সচিবালয়ের ১নং সভাকক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের এক পর্যালোচনা সভায় এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, যুব শক্তিকে সঠিক দিশায় চালিত করার মাধ্যমে সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে হবে৷ এজন্য যুবকদের আরো বেশি করে সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত করার দায়িত্ব নিতে হবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরকে৷ তিনি বলেন, ক্লাব হল যুবকদের সংগঠিত হওয়ার জায়গা৷ এজন্য লক্ষ্যমাত্রা নিয়ে কম সময়ের মধ্যে ক্লাবগুলিকে সোসাইটি রেজিস্ট্রশন করাতে হবে৷ নেহেরু যুব কেন্দ্রকেও একাজে যুক্ত করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলির মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করতে হবে৷ আয়োজন করতে হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার৷ এর মধ্য দিয়েই খেলাধুলার মানসিকতা তৈরি হবে৷ বিভিন্ন ইভেন্টে মেধাবীরা বেরিয়ে আসবে৷ মুখ্যমন্ত্রী বলেন, খেলাধূলার পাশাপাশি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে৷ এ জন্য ক্লাবের কর্মকর্তাদের মোবাইল নাম্বার নিয়ে অডিও কল গ্রুপ বা হোয়াটসআপ গ্রুপ তৈরি করে যোগাযোগ রাখা যেতে পারে৷ এর মাধ্যমে যুবকদের প্রতি সরকারের বার্তা সহজেই তাদের কাছে পৌছানো যাবে৷
এদিনের পর্যালোচনা বৈঠকে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক দপ্তরের বিভিন্ন করনীয় বিষয়, কাজ করার বার্ষিক পরিকল্পনা, পরিকাঠামো ইত্যাদি বিষয়ক উপস্থাপন করেন৷ মুখ্যমন্ত্রী ক্রীড়া চর্চার জন্য বিদ্যমান পরিকাঠামোগুলিতে বিভিন্ন প্রয়োজনীয় বিষয় যেমন পানীয়জলের ব্যবস্থা, শৌচালয়, স্নানাগার এই ব্যবস্থাগুলি যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দপ্তরকে নির্দেস দেন৷ এছাড়া, শৌচালয় ও স্নানাগারগুলি যথাযথভাবে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যও তিনি দপ্তরকে নির্দেশ দেন৷ বাধারঘাট ও উদয়পুরে যে সুইমিং পুল রয়েছে, সেগুলির সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্যও এদিনের সভায় গুরুত্ব দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, সুইমিং পুলগুলির পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে৷ এজন্য ওয়াটার রিসাইক্লিং করা সম্পর্কেও দপ্তরকে উদ্যোগ নিতে তিনি নির্দেশ দেন৷ এদিনের সভায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে বাড়তি সুবিধা চালু করা, এগুলির মেরামতি, নতুনভাবে বিভিন্ন পরিকাঠামো তৈরি করার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামোর মেরামতি হোক বা নতুনভাবে পরিকাঠামো তৈরি এজন্য ছোট ছোট স্কিম তৈরি করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে৷ কোন কোন ক্ষেত্রে খেলো ইন্ডিয়া স্কিমের অন্তর্ভূক্ত করে কেন্দ্রীয় অনুমোদন পাবার জন্য দপ্তরকে উদ্যোগ নিতে বলেন৷
এদিনের সভায় বাধারঘাট দশরথ দেব স্টেডিয়াম, বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে লন টেনিস কোর্ট, ধলাই জেলার আমবাসায় ২০০ শয্যার যুব আবাস ইত্যাদি বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলার জন্য আলোচনা করা হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এদিনের সভায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেবও উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব এল কে গুপ্তা, প্রধান সচিব মনোজ কুমার, আইন সচিব দাতামোহন জমাতিয়া, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ডা মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা ও অন্যান্য আধিকারিকবৃন্দ৷
2018-12-06