BRAKING NEWS

শীতকালীন অধিবেশন : আগামী ১১ ডিসেম্বর সর্ব-দলীয় বৈঠক

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে এবার প্রায় একমাস পিছিয়ে গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন| সাধারণত, নভেম্বর মাসেই শীতকালীন অধিবেশন বসে| কিন্তু, এবার ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন| শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনই, ১১ ডিসেম্বর সর্ব-দলীয় বৈঠকের ডাক দিয়েছেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| আগামী ১১ ডিসেম্বর বিকেল তিনটে নাগাদ সর্ব-দলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে| সর্বদলীয় বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা|
গত নভেম্বর মাসে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানানো হয়, এবার ১১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন| পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণেই এবার অধিবেশন পিছিয়ে ডিসেম্বর করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *