ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার আশ্বাস দিলেন টুইট পলাতক বিজয় মালিয়ার

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ ,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ। সেই টাকাই ফিরিয়ে দিতে চান বলে জানালেন পলাতক বিজয় মালিয়া। বুধবার ট্যুইটারে তিনি লিখলেন, “ দেশের মানুষের কষ্টের টাকা আমি ফেরত দেব। ১০০ শতাংশ শোধ করব। এই টাকা আপনারা নিন”। তিনি আরও বলেন, “কিংফিশার এয়ারলাইন্সকে অনেক বেশি দামে জ্বালানি কিনতে হত। যার দাম হত ব্যারেল প্রতি প্রায় ১৪০ ডলার। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছিল। এখন অবশ্য পুরো টাকাটাই ফিরিয়ে দিতে চাই আমি। ব্যাঙ্ক এবং সরকারের কাছে এটাই আমার অনুরোধ”।
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চ মাসে দেশ খেকে পালিয়ে লন্ডনে গা ঢাকা দেন মাল্য। ৯ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। টাকা আদায় করতে বিভিন্ন ব্যাঙ্ক মাল্যর বিরুদ্ধে মামলা করেছে। স্টেট ব্যাঙ্ক সহ দেশের ১৩টি ব্যাঙ্কের করা মামলা লন্ডনের আদালতে চলছে। লন্ডন আদালতে মামলা চলাকালীন মাল্যর এক বছরের জামিন মঞ্জুর করে আদালত। সেই সময়সীমা শেষ হচ্ছে ১০ ডিসেম্বর। তার আগেই ব্যাঙ্কগুলিকে ঋণ শোধ করার কথা জানালেন মাল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *