নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের ফ্ল্যাগশীপ প্রকল্পগুলি নিয়ে দু’দিন ব্যাপী এক পর্যালোচনা সভা আজ আগরতলায় শেষ হয়েছে৷ আগরতলার প্রজ্ঞা ভবনের ১ নং হলে গতকাল থেকে এই পর্যালোচনা সভা শুরু হয়েছল৷ পর্যালোচনা সভায় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হরদীপ সিং পুরী, রাজ্যের মুখ্যমন্ত্রী হামলেটসন দোহলিং ছাড়াও সংশ্লি,ট মন্ত্রকের সচিব দুর্গা শঙ্কর শ্রি সহ মন্ত্রকের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের আবাসন ও নগর বিষয়ক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন৷
আজ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী ও মুখ্যমন্ত্রী বি প্লব কুমার দেব রাজ্যের প্রদানমন্ত্রী আব াস যোজনার ৩ জন সুবিধাভোগীকে এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনায়-ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের সুবিধাপ্রাপক ১০ জনের হাতে শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন৷ তাছাড়াও আজকের সভার শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী আবাসন ও
নগর বিষয়ক মন্ত্রকের প্রকল্পে আগরতলার রাধানগরে নির্মিত গবির মানুষদের জন্য আবাসন প্রকল্প এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনাৃ ন্যাশনাল আরবান লাইভলিহুড মিসনে রামনগরে নির্মিত শহরের গৃহহীন মানুষদের জন্য শেল্টার হাউসের উদ্বোধন করেন৷ তিনি এদিন রাজ্যের শহর এলাকার জন্য অনলাইন বিল্ডিং পোর্টালের সূচনা করেন৷
পর্যালোচনা সভায় কেন্দ্রীয়মন্ত্রী বলেন, উত্তর-পর্বাঞ্চল সহ সিকিমে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের বি ভিন্ন ফ্ল্যাগশীপ প্রোগ্রাম স্বচ্ছ ভারত মিশন (শহর) প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর), অমরুত, স্মার্ট সিটি মিশন, ডিএওয়াই-এনইউএলএম, টেন পার্সেন্ট লামসাম স্কিম ফর নর্থ-ইস্ট এবং নর্থ ইস্টার্ন রিজিওন আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং রেরা ইত্যাদি সর্বোচ্চ উৎসাহ ও উদ্যম নিয়ে রূপায়ণ করা হচ্ছে৷ তিনি বলেন, এ সম্পর্কিত প্রথম পর্যালোচনা সভা গত ২৬ অক্টোবর ২০১৭-তে গৌহাটিতে অনুষ্ঠিত হয়েছিলো৷ বর্তমানে সব রাজ্যেই সন্তোষজনকভ াবেই এই ফ্ল্যাগশীপ কর্মসচিগুলি রূপায়িত হচ্ছে৷ এখানকার রাজ্যগুলি প্রাকৃতিক সৌন্দর্যে, প্রাকৃতিক সম্পদে ও বনজ সম্পদে পরিপূর্ণ৷ যা পর্যটন শিল্পের বিকাশে বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে৷ এগুলিকে কাজে লাগিয়ে উত্তর -পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে এগিয়ে যেতে হবে৷ এজন্যই এখানকার রাজ্যগুলির পরিকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার৷ তিনি আরও বলেন, স্বচ্ছ ভারত শিন (আরবান) ইতিমধ্যেই মণিপুর, মিজোরাম, সিকিম উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত ঘোষণা করা হয়েছিল৷ গতকাল এই পর্যালেরাচনা সভার প্রথম দিন নাগাল্যান্ড এই সূচিতে অন্তর্ভূক্ত হয়েছে৷ ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ এবং মেঘালয় আগামী জানুয়ারি ২০১৯-এর মে্যধ্য উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত ঘোষণা করা হবে৷ এই মিশনেই অরুণাচল প্রদেশ ও সিকিম রাজ্য ১০০ শতাংশ ডোর টু ডোর আবর্জনা সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (শহর) গত ৪ বছরে এই অঞ্চলে ৮টি রাজ্যে মোট ২ লক্ষ ৩০ হাজার গৃহ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে৷ এর মধ্যে ১ লক্ষ ১৬ হাজার গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হেেয়ছ৷ এই যোজনায় ত্রিপুরায় ৬০ শতাশ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে৷ এই যোজনায় এই অঞ্চলের ৮টি রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার মোট ৩৫৭০ কোটি টাকা বরাদ্দ করেছে৷ ইতিমধেই ১৫২০ কোটি টাকা খরচ হয়েছে৷ আমরুত তথা অটল শিন ফর রিজুভেশন ফর আরবান ট্রান্সফরমেশন সম্পর্কে ব লতে গিয়ে মন্ত্রী শ্রী পুরী বলেন, মণিপুরে এই প্রকল্পের অগ্রগতি সবচেয়ে সন্তোষজনক৷ ত্রিপরাতে এই প্রকল্পে ৩৪,৫০০টি স্ট্রীট লাইটে এলইডি লাইট লাগানো হয়েছ৷ মেঘালয়ে ১০,১৬৮টি বাড়িতে পানী জলের সংযোগ দেওয়া হয়েছে৷ স্মার্ট সিটি মিশন প্রকল্পে এ অঞ্চলের ১০টি শহ রয়েছে৷ এর মধ্যে সিকিমের নামচি শহরে কাজের অগ্রগতি সবচেয়ে ভালো৷ ইম্ফল, ইটানগর, পাশিঘাট, কোহিমা, নামচি, গ্যাংটক এবং শিলং এই শহরগুলিতে এই প্রকল্পের কাজকে আরও পরিকল্পিতভাবে করার জন্য আজ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়৷
তাছাড়া পর্যালোচনা সভায় দীনদয়াল অন্ত্যোদয় -ন্যাশনাল আরবান লাইভলিহুড মিসন নিয়ে ব লতে গিয়ে তিনি বলেন, এর মাধ্যমে এখন পর্যন্ত এ অঞ্চলের ১৩,৩৩২টি স্ব-সহায়ক দল গঠন করা হয়েছে৷ ৪৮,৮২৭ জনকে স্বনির্ভরতার জন্য বি ভিন্ন কাজের প্রশিক্ষণও দেওয়া হয়েছে৷ এছাড়া এই মিশনে ত্রিপুরাতে গৃহহীন পরিবারের জন্য ২৫০টি শেল্টার হাউস তৈরি করে দেওয়া হয়েচে রিয়াল ইস্টেট রেগুলেটরি অ্যাক্ট সম্পর্কে ব লতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, আসাম ও ত্রিপুরাতে ইতিমধ্যেই এ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাছাড়াও ত্রিপুরা, আসাম, মিজোরাম এবং সিকিমে ইন্টারিম রিয়েলর ইস্টেট রেগুলেটোরি অথরিটিও গঠন করা হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে সৌভাগ্য যোজনায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন করা হয়ে গিয়েছে৷ সময়ের আগেই এই কাজ সম্পন্ন হয়েছে৷ রাজ্যে অটল জলধারা শিন নামে নতুন প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে৷ এর মাধ্যমে আগামী ৩ ব ছরের মদ্যে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হবে৷ তিনি ব লেন, রাজ্যের প্রতিটি নাগরিক সব ধরণের সুবিধা যাতে পায় সেই দিশাতে ব তমান সরকার কাজ করে চলেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি শহরের উন্নয়ন করা হবে৷ এক্ষেত্রে দরকার পিপিপি মডেল অনুসরণ করবে রাজ্য সরকার৷ তিনি সভায় আগত বিভিন্ন রাজ্যের সর কারি প্রতিনিধিদের ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক ও ঐতিহাসিক পর্যটনস্থলগুলি পরিদর্শন করারও আহ্বান জানান৷ পর্যালোচনা সভায় এছাড়াও আলোচনায় অংশ নেন অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীদ্বয়৷ দ্বিতীয় দিনের শুরুতে পর্যালোচনা সভায় আলোচনা করেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার৷
2018-12-02

