তিরুবনন্তপুরম, ২৭ নভেম্বর (হি.স.): মঙ্গলবার, ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে কেরল বিধানসভার ত্রশোদশতম অধিবেশন| ত্রয়োদশতম অধিবেশন চলবে টানা ১৩ দিন ধরে| ১৩ দিন ব্যাপী কেরল বিধানসভার ত্রশোদশতম অধিবেশন শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর| গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছিলেন কেরল বিধানসভার স্পিকার পি শ্রীরামাকৃষ্ণণ|
সাংবাদিকদের অবহিত করে কেরল বিধানসভার স্পিকার পি শ্রীরামাকৃষ্ণণ জানিয়েছিলেন, ‘২৭ নভেম্বর থেকে শুরু হবে কেরল বিধানসভার ত্রয়োদশতম অধিবেশন| ১৩ দিন ব্যাপী অধিবেশন সমাপ্ত হবে আগামী ১৩ ডিসেম্বর|’ কেরল বিধানসভার ত্রয়োদশতম অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই মনেই করা হচ্ছে|