বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গি, স্বাগত জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন প্রাক্তন ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অপরাজিতা সারাঙ্গি| মঙ্গলবার সকালে রাজধানী দিল্লিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর বাসভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অপরাজিতা সারাঙ্গি| অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওডিশা বিজেপি ইউনিট প্রেসিডেন্ট বসত্ন পাণ্ডা প্রমুখ| প্রত্যেকেই প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গিকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন|
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর প্রাক্তন আইএএস অফিসার অপরাজিতা সারাঙ্গি জানিয়েছেন, ‘আমি মানুষের জন্য আরও বড় কিছু করতে চাই| এ জন্য রাজনীতিই হল একমাত্র প্ল্যাটফর্ম| আমার দৃঢ় বিশ্বাস, রাজনীতিই আমাকে মানুষের জন্য আরও বড় কিছু করার সুযোগ করে দেবে| ওডিশার মানুষের সঙ্গে আরও ভালভাবে কাজ করতে সক্ষম হব আমি|’ উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সেন্ট্রাল ডেপুটেশন-এ ছিলেন ১৯৯৪ ব্যাচ ওডিশা ক্যাডার আইএএস অফিসার অপরাজিতা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *