থাইল্যান্ডের রাজকুমারীর সফর ২৭শে, কৈলাসহর জুড়ে চলছে উৎসবের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নির কৈলাসহর সফরকে কেন্দ্র করে চলছে উৎসবের প্রস্তুতি। রাজকুমারীর সফরকে সাফল্যমণ্ডিত করতে প্রশাসনিক কর্তারা এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন। সমস্ত কৈলাসহর জুড়ে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, নিরাপত্তা সুনিশ্চিত করতে কৈলাসহরে প্রবেশের সমস্ত গাড়িঘোড়ায় তল্লাশি চালানো হচ্ছে। বাজার, স্কুল ও কলেজে, সমস্ত জায়গায় চলছে নিরাপত্তা বাহিনীদের তল্লাশি অভিযান।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ঊনকোটি প্রত্নতাত্বিক নিদর্শনস্থল পরিদর্শন করতে কৈলাসহরে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি। জানা গেছে, এই প্রথমবার তিনি কৈলাসহর আসছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। জানা গেছে, থাইল্যান্ডের রাজকুমারী আগামী ২৭ নভেম্বর সকালে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কৈলাসহরে আসবেন। কৈলাসহর সার্কিট হাউসে সাময়িক বিরতির পর তিনি দুপুরে ঊনকোটি প্রত্নস্থলের উদ্দেশে রওয়না হবেন। উনকোটি পরিদর্শন শেষে এদিন বিকালেই আগরতলার উদ্দেশে কৈলাসহর ত্যাগ করবেন।
কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সফর উপলক্ষে কৈলাসহর সার্কিট হাউস থেকে ঊনকোটি পর্যন্ত রাস্তার দুপাশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজকুমারীকে স্বাগত ও অভ্যর্থনা জানাবেন। তাঁকে স্বাগত জানিয়ে রাস্তায় বড় বড় তোরণও তৈরি করা হচ্ছে।
জানা গেছে, থাইল্যান্ডের রাজকুমারীর প্রথমবার কৈলাসহর সফরকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সঙ্গে সে দেশের একটি উচ্চস্ত্রের সরকারি প্রতিনিধি দলও থাকবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *