কর্ণাটকের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ২৪ নভেম্বর (হি.স.) : কর্ণাটকের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর উচিত রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা। বলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন তিনি।
কংগ্রেস-জেডিএস জোট সরকারের প্রথম ছয় মাসে কোনও কাজ করেনি বলে দাবি করেছেন ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছেন, উন্নয়নের ক্ষেত্রে শূন্য পেয়েছে এই সরকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত শ্বেতপত্র প্রকাশ করা। উল্লেখনীয় রাজ্যের অর্থমন্ত্রক নিজের হাতেই রেখেছেন কুমারস্বামী। ইয়েদুরাপ্পা আরও দাবি করেছেন, এই সরকারে অন্দরে একদল কংগ্রেস বিধায়ক মনে করছে উন্নয়ন যজ্ঞ একেবারে থমকে রয়েছে। এখনও গতিশীল হয়নি সরকার।
ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যবাসীর জানার অধিকার রয়েছে সরকার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত কি কি জনমুখী প্রকল্পগ্রহণ করেছে এবং কতটা সফল হয়েছে । আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ‘বড় শূন্য’ পেয়েছে এই সরকার। অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্র যা টাকা পাঠিয়েছে তা পুরোটা খরচ করতে ব্যর্থ হয়েছে এই সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *