নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ভাড়াটের ধারালো দা-এর কোপে গুরুতরভাবে জখম হয়েছেন জনৈক মহিলা। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্বামীর সাথে ঝামেলা অনেকদিন ধরে চলছিল বড়জলা মণিপুরিবস্তির বাসিন্দা উত্তম দত্তের স্ত্রী শর্মিলা দত্তের। শনিবার স্ত্রী শর্মিলা দত্ত বড়জলার মণিপুরিবস্তিতে তাঁর শ্বশুরবাড়ি এসেছিলেন। সেই সময় বাড়ির গেট বন্ধ ছিল। শর্মিলা দেবী গেট খোলার জন্য বার-বার চিৎকার করেন। কিন্তু বাড়ির ভেতর থেকে কেউই সারা দিচ্ছিলেন না। এমন সময় চিৎকার শুনে বিজয় চৌধুরী নামের বাড়ির এক ভাড়াটে এগিয়ে এসেছিলেন। কিন্তু বাড়ি মালিকের বিনা অনুমতিতে গেট খুলতে তিনি রাজি হননি। এতে ক্ষেপে গিয়ে উত্তমের স্ত্রী শর্মিলা বিজয়কে গালিগালাজ করেন। ভাড়াটের সাথে শর্মিলা দেবীর বেশ কিছুক্ষণ ঝগড়া হয়। এক সময়ে ঝগড়া তীব্র আকার ধারণ করে। উত্তেজিত হয়ে বাড়ির ভাড়াটে বিজয় চৌধুরী লাঠিসোটা নিয়ে মহিলার উপর চড়াও হয়। লাঠি দিয়ে হামলা করার পরও রাগ কমেনি বিজয়ের। তখন সে ঘর থেকে দা নিয়ে এসে শর্মিলা দত্তের ওপর আক্রমণ চালায়।এদিকে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, অভিযুক্ত বিজয় চৌধুরীর বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
2018-11-19