অমৃতসর, ১৮ নভেম্বর (হি.স.) : ফের অশান্ত পঞ্জাব। অমৃতসরের আদিলওয়াল গ্রামের নিরাঙ্কারি ভবনে গ্রেনেড বিস্ফোরণ। রবিবার সকালে এই বিস্ফোরণে নিহত তিন। পাশাপাশি গুরুতর আহত ১০। মোটর বাইকে করে এসে দুই জঙ্গি এই বিস্ফোরণ ঘটনায় বলে জানা গিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার কমলদীপ সিং সাঙ্গা জানিয়েছেন, রবিবার আদিলওয়াল গ্রামে নিরাঙ্কারিদের ধর্মসভা চলছিল। তখনই বিস্ফোরণটি করা হয়। বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বর্ডার রেঞ্জের আইজি সুরিন্দ্র পাল পারমার জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আহতদের গুরু নানকদেব হাসপাতাল এবং আইভি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে রাজেশ নামে ব্যক্তি জানিয়েছেন, ধর্মসভা চলাকালীন মোটর বাইকে করে দুই বন্দুকবাজ ধর্মসভার মধ্যে গ্রেনেড ছোড়ে। এরপর বন্দুক নিয়ে ধর্মসভার মধ্যে তারা ঢুকেও পড়ে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। অভিযুক্তরা অধরা। গোটা অমৃতসর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।