গুয়াহাটি, ১৪ নভেম্বর, (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের দাবিতে এক প্রতিবাদী মশাল মিছিল বের করেছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় মূল প্রবেশদ্বারথেকে এই মশাল মিছিল বের করা হয়।
এদিন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র সংস্থা, আইন ছাত্র সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অনেক বিদ্যার্থী এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে বের হয়ে পার্শ্ববর্তীএলাকা পরিভ্রমণ করে ফের বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলকারীদের মুখে স্লোগন ছিল, কোনওভাবই অবৈধ বাংলাদেশি অসমে আনতে দেওয়াহবে না, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করতেই হবেইত্যাদি। এদিকে রাজপথে মশাল মিছিলের ফলে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।