বিদ্যুৎবিভ্রাটের জের, স্ট্যাচু অফ ইউনিটির ভেতর লিফটে আটকে বিহারের উপ-মুখ্যমন্ত্রী

কেওড়িয়া, ১৩ নভেম্বর (হি.স.) : স্ট্যাচু অফ ইউনিটির ভেতর বিদ্যুৎবিভ্রাট। লিফটের ভেতর আটকে রইলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী।চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার সকালে গুজরাটের কেওড়িয়ার সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির ভেতর ঘটেছে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী এদিন গুজরাটের বিদ্যুৎমন্ত্রী সৌরভ প্যাটেলকে নিয়ে ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসেন। এরপর মূর্তি ভেতরে ১৫৩ মিটার উঁচুতে থাকা সংগ্রহশালা লিফট করে দেখতে যান তিনি। সেই সময় হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে লিফটের ভেতর আটকে পড়েন সুশীল মোদী। প্রায় এক মিনিট লিফটের ভেতর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় তাঁকে। পরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। লিফটের ভেতরে উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী ছাড়াও ছিলেন বিদ্যুৎমন্ত্রী সৌরভ প্যাটেল সহ রাজ্য প্রশাসনের বিশিষ্ট আধিকারিকেরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম উঁচু মূর্তির মাধ্যমে এটা প্রমাণিত যে প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা তিনি পালন করেন। এই মূর্তি নির্মাণে বিহারের কৃষকেরা নিজেদের লোহালক্করও দান করেছেন। উল্লেখনীয় ৩১ অক্টোবর ১৮২ মিটার উঁচু মূর্তিটিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *