![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Virat-Kohli-copy-206x300.jpg)
আইসিসি প্রকাশিত তালিকায় সব চেয়ে বড় চমক হচ্ছে আফগানিস্তানের রশিদ খান। বোলার হিসেবে টি-২০ ক্রিকেটের এক নম্বর স্থান দখল করেছেন তিনি। টেস্টে ক্রিকেটে সেরা বোলার জেমস অ্যান্ডারসন। ব্যাটসম্যানদের টেস্টে তালিকাতেও এক নম্বর স্থান রয়েছে বিরাট কোহলির নাম। একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে রয়েছে রোহিত শর্মা। তিন নম্বরে রয়েছেন রস টেইলর।
উল্লেখনীয়, ৭৩টি টেস্ট খেলে বিরাট কোহলির সংগ্রহ ৬৩৩১ রান। একদিনের ক্রিকেটে ২১৬টি একদিনের ম্যাচ খেলে করেছেন ১০২৩২ রান।