সঞ্জয় কারোল হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ নেবেন ১৪ ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে আগামী ১৪ নভেম্বর শপথ নেবেন বিচারপতি সঞ্জয় কারোল৷ সূত্রের খবর, কেন্দ্রীয় আইনমন্ত্রক মুখ্য বিচারপতি হিসেবে তাঁর নিযুক্তিতে অনুমোদন দিয়েছে৷ শীঘ্রই তাঁকে দায়িত্ব ভার গ্রহণ করার জন্য বলা হয়েছে৷ রাজভবন সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর সকালে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জয় কারোলকে শপথ বাক্য পাঠ করাবেন৷ এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *