মুখবন্ধ খামে সিসিভি-র রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, মামলার পরবর্তী শুনানি শুক্রবার

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| তিনটি মুখবন্ধ খামে, ৩ কপি রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে| এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার, ১৬ নভেম্বর| এদিন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-র রিপোর্ট পেশ হতে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| রিপোর্ট পেশ হতে কেন দেরি? জানতে চাইলেই প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান সলিসিটর জেনারেল| এরপরই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী শুক্রবার, ১৬ নভেম্বর|

আভ্যন্তরীন দ্বন্দে রীতিমতো জর্জরিত সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| গত ২৬ অক্টোবর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে অলোক বর্মা মামলার তদন্ত শেষ করে, রিপোর্ট জমা দিতে হবে| শীর্ষ আদালতের নির্দেশ মতই, সোমবার মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি)| সিবিআই-এর অর্ন্তকলহ সামাল দিতে সম্প্রতি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার| জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে|

ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| বর্মার অপসারণ মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ১২ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না সিবিআই-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা| এখানেই শেষ নয়, অলোক বর্মার অপসারণ মামলায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট| সিভিসি-কে নির্দেশ দেওয়া হয়, অলোক বর্মার বিরুদ্ধে রাকেশ আস্থানা যে সমস্ত অভিযোগ এনেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ করতে হবে দু’সপ্তাহের মধ্যেই| তদন্ত শেষ হতেই শীর্ষ আদালতের নির্দেশ মতই, মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিল সিভিসি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *