BRAKING NEWS

গঠিত হতে চলেছে প্রদেশ কংগ্রেস কমিটি

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): আট বছর পরে প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হতে চলেছে ৷ এআইসিসির নিয়ম অনুযায়ী পাঁচবছর অন্তর অন্তর প্রত্যেক রাজ্যে প্রদেশ কমিটি গঠন করা হয় ৷ পশ্চিমবঙ্গে শেষ প্রদেশ কমিটি গঠিত হয়েছিল মানস ভুঁইয়া প্রদেশ সভাপতি থাকাকালীন ৷ তারপর বছর দুয়েকের মতো প্রদেশ সভাপতি ছিলেন প্রদীপ ভট্টাচার্য ৷ এবং সাড়ে চার বছর প্রদেশ সভাপতি ছিলেন অধীর চৌধুরী ৷ শেষ দুজনের সভাপতিত্বের মেয়াদকালে কোনও প্রদেশ কমিটি গঠন হয়নি ৷ সম্প্রতি সোমেন মিত্র সভাপতির দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমেই নতুন কমিটি গঠনে জোর দেন ৷
বিধান ভবন সূত্রের খবর, ডিসেম্বর মাসের আগেই ৪১ জনের নতুন প্রদেশ কমিটি ও জেলা কমিটি গঠন করা হবে ৷ এই নতুন কমিটিতে কে থাকছেন আর কে বাদ যাচ্ছেন তা নিয়ে এখন বিধানভবনের অন্দরে জল্পনা শুরু হয়েছে ৷ আবার অনেক নতুন মুখও সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে ৷ প্রদেশ কংগ্রেসের এক নেতা জানান, অনেক জেলায় জালা সভাপতি নেই ৷ সেখানে দলের সাংগঠনিক কাজ থমকে গেছে ৷ কে কোন দায়িত্বে রয়েছে সেটাই বোঝা মুশকিল ৷ এসব নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও বাড়ছে ৷ তাই ভোটের আগে দায়িত্ব ভাগ করে দেওয়াই ভাল ৷
গত সাড়ে চার বছরে প্রদেশের নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী ৷ এই সময়কালে প্রদেশ ও জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি ৷ ফলে দলের অন্দরে ক্ষোভ দানা বাঁধছিল ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের বেশ কিছু নেতার অভিযোগ, ‘অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন আক্রুজ্জামান আর মনোজ চক্রবর্তীকে প্রদেশের সিংহভাগ দায়িত্ব দিয়ে রেখেছিলেন ৷ তাঁর অনুপস্থিতিতে এই দুজনই বিধানভবন চালাতেন ৷ বাকি দু-তিনজন ঘনিষ্টকে সেক্রেটারি করেছিলেন’৷ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ এক নেতার বক্তব্য, ‘প্রদেশ কমিটি গঠন করলেই তো আর হয় না ৷ সেটা এআইসিসির অনুমোদন পেতে হয় ৷ অধীরদা তালিকা তৈরি করে পাঠিয়েছিলেন ৷ কিন্তু এআইসিসি সেটা অনুমোদন করেনি ৷ একটা অ্যাড-হক কমিটি করে অধীরদা কাজ চালিয়েছেন’৷
দীর্ঘ সময় জোড়া-তালি দিয়েই দলের কাজ চলেছিল ৷ ভোটের আগে দলের সাংগঠনিক কাজে গতি আনতে কমিটি গড়ার তৎপরতা দেখাচ্ছেন নতুন প্রদেশে সভাপতি ৷ বিধানভবন সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন প্রদেশ কমিটি গঠন হবে৷ সেইসঙ্গে জেলা কমিটিও গঠন করা হবে ৷ এই নতুন কমিটিতে বড়সড় রদবদলের সম্ভবনা রয়েছে৷ তবে লোকসভা ভোটের আগে দলের মধ্যে এই রদবদল সংগঠনে ঝাঁকুনি দেবে বলেই মনে করছেন প্রদেশ কংগ্রেস নেতারা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *