বিলাসপুর, ১২ নভেম্বর (হি.স.) : একটি পরিবারকে ঘিরেই কংগ্রেসের রাজনীতি চলতে থাকে। ছত্তিশগড়ে বিলাসপুরের জনসভা থেকে এমনই ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে ছত্তিশগড়ে। তার আগে সোমবার বিলাসপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারকে ঘিরেই কংগ্রেসের রাজনীতি চলতে থাকে। সেই পরিবারকে
দিয়েই শুরু এবং শেষ হয় কংগ্রেসের রাজনীতি। পাশাপাশি উন্নয়নের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের আমলে রাজ্যের উন্নয়ন অত্যন্ত ধীর গতিতে হয়েছে। অন্যদিকে রাজ্যের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিজেপির আমলে।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/12/PM-Narendra-Modi-300x185.jpg)
নাম না করে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘ আর্থিক জালিয়াতির জেরে মা-ছেলে জামিনে মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তারাই কিনা আবার সরকারের নোটবন্দি নিয়ে প্রশ্ন তুলছে! তারাই কিনা আবার মোদী কেমন কাজ করছে তার জন্য শংসাপত্র দিতে উদ্যোত! আজ নোটবন্দির কারণে তারা জামিয়ের আর্জি করতে বাধ্য হয়েছে। বিজেপি উন্নয়নের স্বপক্ষে। উন্নয়নের জন্য অঙ্গীকার বদ্ধ বিজেপি। জাতপাতের উর্দ্ধে ওঠে উন্নয়নকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তাই সব জায়গাতেই এখন উন্নয়ন দেখা যাচ্ছে। বিরোধীরা বুঝতে পারছে কি করে লড়বে। আর এই কারণে বিরোধীরা পিছিয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না কি কৌশলে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। ছত্তিশগড়ে কংগ্রেসের ইস্তেহার নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘ছত্তিশগড়ে প্রকাশিত কংগ্রেসের ইস্তেহারে ৩৬টি পয়েন্ট রয়েছে। তার মধ্যে কম করে অত্যন্ত ১৫০বার ‘নামদার’(রাহুল গান্ধী)-কে স্যার হিসেবে হিসেবে সম্বোধন করা হয়েছে। ছত্তিশগড় থেকেই তিনি কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ ‘নামদার’।