পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১০ নভেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার টিক্কেন এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন মৃত্যু হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর| এনকাউন্টারে নিহত দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল, লিয়াকত ওয়ানি এবং ওয়াজিদ উল ইসলাম| উভয়েই হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| আপাতত জঙ্গি নিকেশ অভিযান সমাপ্ত হয়েছে|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার টিক্কেন এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোর থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেন যৌথ বাহিনীর জওয়ানরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| গুলির লড়াই চলাকালীন পুলওয়ামা জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা সাময়িকের জন্য বন্ধ রাখা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *