![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/BG-LINE-300x200.jpg)
উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, সোমবার বেলা ১১.৫৫ মিনিট নাগাদ সান্দিলা এবং উমরতালি রেল স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ করছিলেন বেশ কয়েকজন গ্যাংম্যান| আচমকাই তাঁদের মধ্যে তিনজন গ্যাংম্যানের উপর দিয়ে ছুটে যায় কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস| এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেললাইন ব্লক না করেই রেললাইন ড্রিলিংয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন গ্যাংম্যান|