দুই ছাত্রগোষ্ঠীর ডেপুটেশনকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ নভেম্বর৷৷ দুই ছাত্র সংগঠনের ডেপুটেশনকে কেন্দ্র করে কৈলাসহরের রামকৃষ্ণ কলেজে চাপা উত্তেজনা বিরাজ করছে৷ আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতয়েন করা হয়েছে৷

এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধা দত্তের সাথে ডেপুটেশনে মিলিত হন৷ কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুনরুদ্ধার, রাজনীতি বন্ধের দাবী করা হয়েছে৷ ডেপুটেশন চলাকালে বিদ্যার্থী পরিষদের সমর্থকরা শ্লোগান দিতে থাকে৷ পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে৷ পরে পরিষদের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন৷ বহিরাগতদের কলেজে ঢুকতে দেওয়া, মাঝে মধ্যে পুলিশী হানারও তীব্র বিরোধীতা করা হয়েছে৷ সোমবার অধ্যক্ষ দেবব্রত গোস্বামী এলে দুই সংগঠনের দাবী সনদ তাঁরা হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধা দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *