নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ত্রিপুরা কিভাবে এগিয়ে যাবে সে সম্পর্কে মুষ্টিমেয় কয়েকজন ভাবলেই তা পর্যাপ্ত হবে না৷ সবাই মিলে ভাবনা চিন্তা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ত্রিপুরাকে আগামী তিন বছরের মধ্যে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তাতে নিশ্চিতভাবেই সফলতা আসবে৷ আজ দুপুরে প্রজ্ঞা ভবনে রাজ্যের উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য আয়োজিত তিনদিনব্যাপী চিন্তন শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি বলেন, উন্নয়নের জন্য চিন্তাভাবনা, পরিকল্পনা এবং কাজ করা মানসিকতা হচ্ছে মূল বিষয়৷ তিনি বলেন, এক সময় দেখা যেত অনেকেই বলতেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রতিকূল ভৌগোলিক অবস্থার দরুন এই অঞ্চলের উন্নয়ন খুব একটা হবেনা৷ কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েই এই অঞ্চলের উন্নয়নের দিকে বিশেষ নজর দেন৷ তিনি শুধু উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী আখ্যায়িত করেই থেমে থাকেননি সেই অনুযায়ী কাজও শুরু করেছেন৷ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তর পূর্বাঞ্চল সফরর করা বাধ্যতামূলক করে দিয়েছেন৷ এই অঞ্চল সফরকালীন সময়ে মন্ত্রিরা কি কাজ করছেন সে সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক অবস্থান এই অঞ্চলের রাজ্যগুলির মূল শক্তি৷ এই অঞ্চলের মেধাদর বিকাশের জন্যও তিনি একের পর এক উদ্যোগ নিচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, চলতি নভেম্বর মাসেই ত্রিপুরায় ট্যুরিজম মীট হবে৷ এ মাসেই এখানে হবে উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব৷ নীতি আয়োগের আঞ্চলিক পর্যায়ের প্রথম বৈঠকটিও ত্রিপুরাতেই হয়েছে৷ এ বিষয়গুলি যে হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে৷ দেশেড উত্তর পূর্বাঞ্চলের বিকাশে প্রধানমন্ত্রী বিশেষভাছৈবে গুরুত্ব দিচ্ছেন৷ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র মুখে বললেই ত্রিপুরা মডেল স্টেট এ রূপান্তরিত হয়ে যাবে না৷ একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিতে হবে৷ স্বাস্থ্য পরিষেবার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করতে হবে৷ মিশন মুড এ আয়ুষ্মান ভারত প্রকল্প সফল করে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷ মুখ্যমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷
তিনি বলেন, এ বিষয়ে সবাইকে একটু বেশী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রত্যেক মন্ত্রি তার দপ্তরের বিষয়ে বিভিন্ন জেলায় গিয়ে জনতার দরবার করবেন৷ এরপর জনতার দরবার হবে মহকুমাভিত্তিক৷ তিনি বলেন, কাজের পরিমাণ নয় গুণগত কাজ চাই৷ যে কাজই করা হবে তা যেন সবার চেয়ে ভাল হয়৷ সবাই লক্ষ্যমাত্রা বেঁধে নিয়ে কাজ করলে নির্দিষ্ট সময়ের আগেই কাজ সম্পন্ন হয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, গ্রামে কাজ না হলে জেলা শাসক, পুলিশ সুপাররা যতই কাজ করুন না কেন রাজ্য এগিয়ে যাবেনা৷ মুখ্যমন্ত্রী বলেন, জীবনে অসম্ভব বলে কোন শব্দ নেই৷ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে পঞ্চায়েত সচিব স্তর পর্যন্ত সবাইকে আরও সক্রিয় করতে হবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি আয়োগের ফেলো রাম গোপাল আগরওয়াল বলেন, নতুন ভারত গড়ার লক্ষেও ইতিমধ্যেই নীতি আয়োগ একটি খসড়া তৈরি করে তা সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত আঞ্চলগুলির কাছে পাঠিয়েছে তাদের বক্তব্য জানার জন্য৷ এতে দেখা গেছে অধিকাংশ রাজ্যই অঞ্চলভিত্তিক নীতি গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেছে৷ প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোগকে সঠিক পরিচালনার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং উন্নয়ন হতে হবে এক জন আন্দোলন৷ ভারত আর্থিক, সামাজিক ও রাজনৈতিক এই তিন ক্ষেত্রে যেভাবে অগ্রগতির পথে এগোচ্ছে এতে ত্রিপুরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রীআগরওয়াল আশা প্রকাশ করেন৷ আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তাতে নীতি আয়োগ প্রয়োজনীয় সহায়তা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের সচিব রাম মুইভা বলেন, এই অঞ্চলের ছেয়ে মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা রয়েছে৷ এই প্রতিভাকে কাজে লাগিয়ে এই অঞ্চলকে আরও এগিয়ে নিয়ে যোত হবে৷ তিনি এই অঞ্চলের আরও উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেসরকারী বিনিয়োগকে বেশি করে প্রাধান্য, শিক্ষা এবং পর্যটন ক্ষেত্রের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মুখ্যসচিব এল কে গুপ্তা৷