নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ নভেম্বর৷৷ বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এম এস এম ই সেক্টরের উদ্বোধন করেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং সুভাষ চন্দ্র দাস৷ সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ৷ তাছাড়াও সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড ব্রাক্ষ্মনীত কৌর, ইউ বি অর এর জেনারেল ম্যানেজার পি পি সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের প্রসারের জন্য জেলা সেক্টরের উদ্বোধন করে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, আজ সিপাহীজলা জেলার প্রত্যেকটি মানুষের কাছে দিনটি গৌরবময়৷ এই প্রকল্পে সারা দেশের একশটি জেলার মধ্যে রাজ্যের সিপাহীজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলাও রয়েছে৷ আমাদের রাজ্যে প্রায় সাড়ে সাত লক্ষ বেকার রয়েছে৷ সবাইকে সরকারি চাকরী দেয়া সম্ভব নয়৷ বেকার যুবক যুবতীরা শিল্প স্থাপন করতে অতি সহজে ঋণ পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে৷ রাজ্যের বেকার যুবক যুবতীদের এই সুযোগগুলি গ্রহণ করতে হবে৷ যাতে তারা অতি সহজে ঋণ মঞ্জুরী পেয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে৷ এম এস এম ই প্রকল্পের মাধ্যমে রাজ্য সহ দেশের অন্যান্য গ্রামীণ এলাকায় বেকার যুবক যুবতীরা বিশেষভাবে উপকৃত হবেন৷ এতে বেকার যুবত যুবতীদের সাবলম্বী হওয়ার জন্য তিনি রাজের বিভিন্ন ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতে আহ্বান জানান৷ তিনি বলেন, রাজ্যে আগে কোন ক্ষুদ্র বা মাঝারি শিল্প স্থাপন করা সম্ভব হয় নি৷ কিন্তু এখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে বেকারদের সুযোগ করে দিয়েছে৷ তাকে কাজে লাগাতে হবে৷ এর ফলে আগামী দিনে রাজ্যেরও উন্নতি করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলাপরিষদের সভাধিপতি ফখরউদ্দিন আহমেদ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ইউ বি আই এর জেনারেল ম্যানেজার পি পি সিং প্রমুখ৷ বিকেল ৩৪৫ মিনিটে দর্শকদের বিজ্ঞান ভবন থেকে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি বিশ্রামগ্রঞ্জ মিনি স্টেডিয়ামে বড় পর্র্দয় দর্শকদের দেখানো হয়৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ইউ বি আই এর ত্রিপুরার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পিন্টু দাসগুপ্ত৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংসৃকতি দপ্তরের শিল্পীরা৷
2018-11-03