নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্রকে মুখ্য বিচারপতির সাময়িক দায়িত্ব দেওয়া হচ্ছে৷ কারণ, ত্রিপুরা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতি অজয় রাস্তোগি সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন৷ তাই, স্থায়ী মুখ্য বিচারপতি নিযুক্ত না হওয়া পর্র্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন৷ বর্তমান মুখ্য বিচারপতি অজয় রস্তোগি আনুষ্ঠানিক ভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্তি হওয়ার সাথে সাথেই বিচারপতি শুভাশিষ তলাপাত্র ত্রিপুরা হাইকোর্টের অস্থায়ী মুখ্য বিচারপতির দায়িত্ব পালন করবেন৷ সংবিধানের ধারা ২২৩ এর ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এই দায়িত্ব দিয়েছেন৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রকের ন্যায় বিচার দপ্তরের যুগ্ম সচিব রাজিন্দর কার্শপ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন৷
2018-11-02
